রাবণের চিতা
- সুদীপ হালদার ২৯-০৪-২০২৪

রাবণের চিতা সুদীপ... আমি ভাগাড়ে খুঁজেছি প্রতিসোধকের টিকা, চুপিসারে বেরিয়ে এসেছিলো নেকড়ের কঙ্কাল। আমি স্টেশন চত্বর দেখেছিলাম রঙিন জীবনের ভীড়। জোড় কোরে লুকিয়ে রাখা, মুখোশের আড়ালে! আমার ধুসর জীবনের দিন। আমি চিতায় খুঁজি শান্তির সম্ভবনা, সেখানেও স্বপ্ন ভাঙে। আনন্দের চোখ লুকিয়ে; তুমি তুলেদেয় তোমার প্রেমিকের হাতে, উপহার স্বরূপ' আমার ডেথ সার্টিফিকেট খানি ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

sudip-halder
১৫-০৫-২০২০ ২০:৪৫ মিঃ

রাবণের চিতা (চির অশান্তি ) অর্থাৎ কেউ চলো যাবার পরোও তার কাছের মানুষটি বিশ্বাসঘাতকতার কাজটি তখনো কোরে চলেছে। সে অশান্তি তার মৃত্যু তো মেটেনি।